ভালোবাসার গল্প।। শহিদুল ইসলাম আকাশ
শহিদুল ইসলাম আকাশ
একটা শপিংমলে সামান্য কিছু কেনাকাটা করছিলাম, তখন জেরিনকে দেখলাম।
কিন্তু এ আসলেই কি জেরিন? চোখাচোখি হয়েছে দুয়েকবার, জেরিন হলে নিশ্চয় এগিয়ে আসতো, কুশলটুশল জানতে চাইতো। এমন কিছুই তো হলো না, মেয়েটি নিজের মনে কাপড় দেখছে, প্রাইজটেক উল্টে দেখছে কোনো কোনো পোশাকের। আমাকে চেনে বলে মনে হলো না।
হুবহু জেরিনের মতোই তো, সেই চোখ, সেই মুখ, একটু মোটা যদিও, কিন্তু এই বিশ বছরে অমন একটু মোটা হওয়াও বিচিত্র কিছু নয়। তাছাড়া বিশ বিশটা বছরও কম সময়ও তো নয়।
ক্যাশ কাউন্টারে পছন্দের কাপড়গুলো নিয়ে পেমেন্ট করে বের হবার সময়ও একবার চোখাচোখি হলো, এবারও তার তেমন কোনো চমকে উঠা নেই, বহুদিন পর দেখা হলে যেমন চমকে উঠাই নিয়ম।
না, এই মেয়েটি জেরিন নয় নিশ্চয়। দেখতেই কিছুটা মিল আছে শুধু। কিন্তু মেয়েটি যখন চলে যাচ্ছিলো তবু খুব ইচ্ছে হচ্ছিলো একবার ডেকে জিজ্ঞেস করি, 'তুমি কি জেরিন?'
ইচ্ছে হলেও, তা করলাম না। পাছে সে বলে, 'আপনি ভুল করেছেন, আমার নাম জেরিন নয়।' তখন বিশ বছর ধরে নিজের সঙ্গে খেলে যাওয়া খেলাটাই যদি ভেঙে যায়!
বিশ বছর আগে জেরিন নামের মেয়েটিকে বলা-- 'জেরিন, আমাকে ভালোবাসলে, ভালোবাসার অভাবে তোমাকে কষ্ট পেতে হবে না। কখনো।'
পাছে মেয়েটিকে বলা সেই কথাটা মিথ্যে হয়ে যায় যদি!
Comments
Post a Comment