ইনবক্স কথন
শহিদুল ইসলাম আকাশ
তিনি: শুনছেন? একটা সমস্যা নিয়ে কথা বলতে চাইছিলাম।
আমি: হ্যাঁ। বলুন।
তিনি: অনলাইনে একজনের সাথে অনেকদিন থেকে কথা হয়। তারপর হলো কী জানেন?
আমি: জানি। প্রেম হয়ে গেলো, এই তো?
তিনি: জ্বি।
আমি: কখনো দেখাটেখা, মানে চোখের দেখা হয়েছে?
তিনি: না৷ ভিডিও কলে যেটুকু দেখেছি।
আমি: প্রেম খুব সহজেই হয়ে যায় এখন, তাই প্রেমে এখন দুঃখও বেশি। আবার ঠিক দুঃখ তেমন নেইও কিছু। তা তাঁর কী এমন গুণে আপনি প্রেমে পড়ে গেলেন?
তিনি: সব মেয়েই একজন পুরুষের কাছে যা চায়-- এই একটু সময় দেওয়া, একটু গুরুত্ব দেওয়া-- এসবই আমি পেয়েছি তার কাছ থেকে।
আমি: তো এখন সমস্যাটা কোথায়?
তিনি: গত কিছুদিন ধরে সে অনেকটাই বদলে গেছে৷ যে কিনা আমার সাথে কথা না-বলে থাকতে পারতো না, ফোনে আমার কণ্ঠ না-শুনলে পাগল হয়ে যেতো, ভিডিও কলে একটু পরপর দেখতে চাইতো আমাকে-- এসবের কিছুতেই সে নেই এখন। আমার মেসেজ সীন করে রিপ্লাই দেয় না, ফোন দিলে কেটে যায়।
আমি: তিনি হয়তো অন্য কাউকে সময় দিচ্ছেন এখন, অন্য কাউকে গুরুত্ব দিতে শুরু করেছেন। আপনাকে এখন আর প্রয়োজন নেই হয়তো তাঁর।
তিনি: আপনি এমনভাবে বলছেন, যেন এমনটাই স্বাভাবিক।
আমি: নয় কি? অনলাইনে প্রেমই এখন সবচেয়ে সহজলভ্য। এখানে আসল প্রেম বড়ই দুর্লভ। একটা পরামর্শ দিই, রাখবেন?
তিনি: হ্যাঁ বলুন।
আমি: (রিপ্লাই দিচ্ছি না)।
তিনি: হ্যালো! কী পরামর্শ বলুন!
আমি: (মেসেজ সীন করে চুপচাপ বসে রইলাম)।
তিনি: কী হলো!
- হ্যালো...!
- হ্যালো...!
- অনেকগুলো কান্নার ইমোজি।
আমি: যথারীতি চুপচাপ। মনে মনে ভাবছি, মানুষের এখন দুটো জীবন, অ্যাকচুয়াল এবং ভার্চুয়াল। ব্যাপারটা অনেকটাই এমন যে, লাইনে যেমন আছি, অনলাইনেও আছি৷ কিন্তু অনলাইনের ভালোবাসা হতেও যতোক্ষণ, যেতেও ততোক্ষণ। এই নিয়ে মন খারাপের কী আছে?
কিন্তু পরক্ষণে আবার এও ভাবতে লাগলাম যে, কিছু কিছু মানুষ নিশ্চয় এমনও আছে, যাদের কাছে ভালোবাসা হলো ভালোবাসাই-- তা 'লাইনে' হোক কি 'অনলাইনে'।
তিনি এখনো একের পর এক মেসেজ দিয়েই যাচ্ছেন।
- হ্যালো...!
- বলছেন না কেন!
- কী পরামর্শ!
- প্লিজ বলুন!..
তিনি: শুনছেন? একটা সমস্যা নিয়ে কথা বলতে চাইছিলাম।
আমি: হ্যাঁ। বলুন।
তিনি: অনলাইনে একজনের সাথে অনেকদিন থেকে কথা হয়। তারপর হলো কী জানেন?
আমি: জানি। প্রেম হয়ে গেলো, এই তো?
তিনি: জ্বি।
আমি: কখনো দেখাটেখা, মানে চোখের দেখা হয়েছে?
তিনি: না৷ ভিডিও কলে যেটুকু দেখেছি।
আমি: প্রেম খুব সহজেই হয়ে যায় এখন, তাই প্রেমে এখন দুঃখও বেশি। আবার ঠিক দুঃখ তেমন নেইও কিছু। তা তাঁর কী এমন গুণে আপনি প্রেমে পড়ে গেলেন?
তিনি: সব মেয়েই একজন পুরুষের কাছে যা চায়-- এই একটু সময় দেওয়া, একটু গুরুত্ব দেওয়া-- এসবই আমি পেয়েছি তার কাছ থেকে।
আমি: তো এখন সমস্যাটা কোথায়?
তিনি: গত কিছুদিন ধরে সে অনেকটাই বদলে গেছে৷ যে কিনা আমার সাথে কথা না-বলে থাকতে পারতো না, ফোনে আমার কণ্ঠ না-শুনলে পাগল হয়ে যেতো, ভিডিও কলে একটু পরপর দেখতে চাইতো আমাকে-- এসবের কিছুতেই সে নেই এখন। আমার মেসেজ সীন করে রিপ্লাই দেয় না, ফোন দিলে কেটে যায়।
আমি: তিনি হয়তো অন্য কাউকে সময় দিচ্ছেন এখন, অন্য কাউকে গুরুত্ব দিতে শুরু করেছেন। আপনাকে এখন আর প্রয়োজন নেই হয়তো তাঁর।
তিনি: আপনি এমনভাবে বলছেন, যেন এমনটাই স্বাভাবিক।
আমি: নয় কি? অনলাইনে প্রেমই এখন সবচেয়ে সহজলভ্য। এখানে আসল প্রেম বড়ই দুর্লভ। একটা পরামর্শ দিই, রাখবেন?
তিনি: হ্যাঁ বলুন।
আমি: (রিপ্লাই দিচ্ছি না)।
তিনি: হ্যালো! কী পরামর্শ বলুন!
আমি: (মেসেজ সীন করে চুপচাপ বসে রইলাম)।
তিনি: কী হলো!
- হ্যালো...!
- হ্যালো...!
- অনেকগুলো কান্নার ইমোজি।
আমি: যথারীতি চুপচাপ। মনে মনে ভাবছি, মানুষের এখন দুটো জীবন, অ্যাকচুয়াল এবং ভার্চুয়াল। ব্যাপারটা অনেকটাই এমন যে, লাইনে যেমন আছি, অনলাইনেও আছি৷ কিন্তু অনলাইনের ভালোবাসা হতেও যতোক্ষণ, যেতেও ততোক্ষণ। এই নিয়ে মন খারাপের কী আছে?
কিন্তু পরক্ষণে আবার এও ভাবতে লাগলাম যে, কিছু কিছু মানুষ নিশ্চয় এমনও আছে, যাদের কাছে ভালোবাসা হলো ভালোবাসাই-- তা 'লাইনে' হোক কি 'অনলাইনে'।
তিনি এখনো একের পর এক মেসেজ দিয়েই যাচ্ছেন।
- হ্যালো...!
- বলছেন না কেন!
- কী পরামর্শ!
- প্লিজ বলুন!..
Comments
Post a Comment