মামলাবাজ

শহিদুল ইসলাম আকাশ

'বুঝলেন ভাই, আদালত আমার দায়ের করা মামলাটা খারিজ করে দিয়েছেন।'

আমার এক ঘনিষ্ঠ আত্মীয় অন্য একজনের বিরুদ্ধে মামলা করেছিলেন, জমিজমা নিয়ে বিরোধ। তাঁর আরজি আদালত আমলে নেননি বলে এবং মামলা খারিজ হওয়াতেও তাঁকে খুব একটা চিন্তাগ্রস্ত বলে মনে হলো না। তবু জানতে চাইলাম, 'তাহলে এখন উপায়...?'

হেসে বললেন, 'আরে ভাই, নিম্ন আদালতে মামলা খারিজ হয়েছে তাতে কী, উচ্চ আদালত আছে না?'

মামলাবাজ মানুষ দেখলে আমি এমনিতেই এড়িয়ে চলি, সামনে পড়ে গেলে তবু দু'চার কথা বলতেই হয়। এও তেমনই।

নিম্ন আদালত বা উচ্চ আদালত, এসবের চেয়েও এই পৃথিবীর সর্বোচ্চ আদালত তো একটাই__মানুষের নিজের বিবেক। সেই আদালতে যে নিজের বিচার নিজে করতে পারে, তার বিচার করার জন্য পৃথিবীতে আর কোনো আদালতের প্রয়োজন হয় না।

ভাবলাম, কথাগুলো তাঁকে বলি, কিন্তু বলিনি। বলে কীইবা হবে আর! 

কিছুক্ষণের বিরতির পর তিনি আবার মামলার প্রসঙ্গেই ফিরলেন, বললেন, 'কাগজপত্র সব রেডি করেছি, সামনের সপ্তাহে ঢাকায় যাবো, হাইকোর্টে আপীল করতে হবে।'

এবার আর ধৈর্যধারণ করে বসে থাকা গেলো না, বলতেই হলো যে, 'হাইকোর্টে না-গিয়ে সরাসরি তারচেয়ে বড় আদালতটাতে গেলে হয় না?'

তিনি বিস্মিত হয়ে গেলেন, বললেন, 'কোন আদালতের কথা বলছেন আপনি?'

একটু ঘুরিয়ে বললাম, 'সাপ মরে যাওয়ার পরেও অনেকক্ষণ নড়ে, এটা জানেন?'

তাঁর চোখ কপালে উঠবার পালা, বিস্ময়ে বললেন, 'তো! এসব আমাকে বলছেন কেন!'

বললাম, 'মৃত সাপের মতো আপনার মৃত বিবেকটাও যদি নড়ে উঠতো একবার! নড়েও হয়তো। তাহলে সেই আদালতে আরজি দিয়ে দেখতে পারতেন।'

আমার কথা শুনে হা হা করে হেসে উঠলেন, যেন এমন কৌতুক তিনি জীবনে আর দ্বিতীয়টি শুনেননি। 'বিবেক!' এটুকু বলে শব্দ করে হাসতেই লাগলেন তিনি।  

Comments