মতি, গতি, রতি

শহিদুল ইসলাম আকাশ

   বন্ধুর সাথে কথা হচ্ছিলো। বন্ধু এখনো বিয়েথা করেনি। বিয়ে না-করলেও তার জীবনে অসংখ্য নারী এসেছে, গেছে। বর্তমানেও এক নারীর সাথে ছুটিয়ে প্রেম করছে সে। বন্ধুর মতে, 'বিয়ে করা আর এমন কি কাজ, যে কোনো দিন পিঁড়ি পেতে বসে যাও, কে বারণ করেছে! কিন্তু বিয়ে করলে তো স্বামী হয়ে যাবো, প্রেমিক থাকবো না আর?'

বললাম, 'তার মানে স্বামীরা কি প্রেমিক নয়?' সে বললো, 'না। তখন একগাদা দায়িত্ব ও কর্তব্য শুধু, প্রেম কোথায়?'

তার সাথে এ ব্যাপারে কথা বলাই অবান্তর। সে কোনো না কোনো 'খোঁড়া' যুক্তি দাঁড় করাবেই, নিজের বিয়ে না-করারই পক্ষে। তবু বললাম, 'এতো যে প্রেম প্রেম আর প্রেমিক প্রেমিক করিস, প্রেম কি আর আছে এই যুগে?'

বন্ধুর উত্তর, 'প্রেম ছিলো, আছে, থাকবেও। প্রেমিক অথবা প্রেমিকাই পরিবর্তন হয় শুধু।' তারপর একটু থামলো সে, তারপর বললো, 'তবে একটা ব্যাপার কি জানিস? এতো নারী আমার জীবনে এসেছে, সবাইকে কাছ থেকে দেখে ও মিলিত হয়েও আমার বিভ্রান্তি যায় না।'

'কেমন বিভ্রান্তি?' আমার প্রশ্ন।

বললো, 'কোনো নারীরই মতি এবং গতি বোঝা যায় না। কোনোদিনও বুঝেনি কেউ। কোনোদিনই যে বুঝবে, সে তালেবরেরও জন্ম হবে বলে মনে হয় না।'

হঠাৎ আমার মনে দুষ্টু বুদ্ধি খেলে গেলো, বন্ধুকেই বিভ্রান্ত করার চেষ্টা করে দেখা, বললাম, 'ঠিকই বলেছিস। কিন্তু শুধু কি মতি এবং গতি? বোধহয় বোঝা দায় তাদের রতিও।'

আমার কথা শুনে বন্ধু চোখ বড়বড় করে তাকালো, যেন এমন করে ভাবেনি কখনো সে। যেন পরেরবার এ ব্যাপারেই আরো বেশি মনোযোগী হতে হবে নির্ঘাত তাকে।

পুনশ্চঃ
আমার নারী বন্ধুদের প্রতি ক্ষমাপ্রার্থনা রইলো। এসব নিছকই কথার কথা। 'কথার কথা' কথায় কথায় লিখবার ব্যর্থ চেষ্টামাত্র।

Comments