ইনবক্স কথন
শহিদুল ইসলাম আকাশ
: মানুষের বন থেকে, নিরবিচ্ছিন্ন কোলাহল থেকে মাঝেমাঝে অন্য কোথাও পালিয়ে যেতে ইচ্ছে হয় খুব। যাওয়া কি যায় না?
: পালিয়ে যাওয়া খুব কঠিন কিছু নয়, কিন্তু লুকিয়ে যাওয়া সহজ নয় অতো।
: বিদগ্ধ দার্শনিকের মতো কথায় কথায় দর্শন কপচানো মানুষগুলো আমার ভীষণ অপছন্দের। ইনবক্সে মেসেজ দিয়েছি বলে, রিপ্লাইতে নিজেকে বড় বিদ্বান প্রমাণ করার কোনো মানে হয় না।
: হাহাহাহা। আমি তো নক করিনি আপনাকে। কেউ নক করলে রিপ্লাই দেওয়াটাও নিশ্চয় সৌজন্যতার মধ্যেই পড়ে? বিশেষ করে নিজের বিশ্বাস থেকে যা বলার তা বলাও, নাকি?
: তা পালিয়ে যাওয়া আর লুকিয়ে যাওয়ার মধ্যে পার্থক্যইবা কী?
: ধরুন কোথাও পালিয়ে গেলেন, তা হোক-না কোনো নির্জন দ্বীপ, রবিনশন ক্রুশোর মতো যে দ্বীপে শুধু আপনিই একা। কিন্তু সেই নিঃসঙ্গ দ্বীপে কতোদিন আর থাকতে পারবেন? কেউ কি আপনাকে খুঁজে নেবে না কিংবা কাউকে কাছে পেতে, কারো উষ্ণ স্পর্শের লোভে আপনি নিজেও কি একটা সময় কাঙাল হয়ে উঠবেন না?
: আমার বেলায় হওয়ার কথা না। কারণ আমি একা, ভীষণরকম একা এক মানুষ।
: একা কে নয়? একাকীত্বে আমরা সকলেই একা__আপনি, আমি; আমরা সকলেই।
: সবার কথা বলতে পারি না, নিজের কথা বলছি। আমার কাছে আমার এই পালিয়ে যেতে চাওয়া বা আপনার ভাষায় লুকিয়ে যেতে চাওয়ার ইচ্ছেটাতে মেকী কিছুই নেই।
: কী জানি আপনি ঠিক বলছেন কিনা! নিজের প্রতি কতোটা বিশ্বাস থেকে এমন উচ্চারণ! কেননা মানুষের মতো স্ববিরোধী প্রানী সম্ভবত পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। সে নিজেকে কখনো স্থবির মনে করে তো, কখনো আবার আস্থাবর।
: তবে কি মৃত্যুই একমাত্র সমাধান পালানোর বা লুকানোর?
: কখনোই না। পালাতে বা লুকাতেও নেই কখনো। জীবনটা যাপনের জন্যই। পারিজাত নামের এক প্রকার ফুল নাকি সন্ধ্যের পর থেকেই পাপড়ি মেলতে থাকে। শেষরাতে নাকি পাপড়িগুলো আবার সেই ফুলকে গুটিয়ে নেয়। কে দেখলো বা দেখলো না, কে জানলো বা জানলো না__তাতে কোনো কিছু যায়-আসে না তার।
: এই ফুলের প্রসঙ্গইবা কেন?
: কে আপনাকে ভালোবাসলো কী বাসলো না, অহেতুক সেই পরিসংখ্যানে না গিয়ে, আপনি কাকে কতোটা ভালোবাসলেন__সেটাই হলো আসল কথা। ভালোবেসে যে মরতে জানে, বেঁচে থাকতে সেই শুধু জানে, বন্ধু।
#ইনবক্স_কথন
: মানুষের বন থেকে, নিরবিচ্ছিন্ন কোলাহল থেকে মাঝেমাঝে অন্য কোথাও পালিয়ে যেতে ইচ্ছে হয় খুব। যাওয়া কি যায় না?
: পালিয়ে যাওয়া খুব কঠিন কিছু নয়, কিন্তু লুকিয়ে যাওয়া সহজ নয় অতো।
: বিদগ্ধ দার্শনিকের মতো কথায় কথায় দর্শন কপচানো মানুষগুলো আমার ভীষণ অপছন্দের। ইনবক্সে মেসেজ দিয়েছি বলে, রিপ্লাইতে নিজেকে বড় বিদ্বান প্রমাণ করার কোনো মানে হয় না।
: হাহাহাহা। আমি তো নক করিনি আপনাকে। কেউ নক করলে রিপ্লাই দেওয়াটাও নিশ্চয় সৌজন্যতার মধ্যেই পড়ে? বিশেষ করে নিজের বিশ্বাস থেকে যা বলার তা বলাও, নাকি?
: তা পালিয়ে যাওয়া আর লুকিয়ে যাওয়ার মধ্যে পার্থক্যইবা কী?
: ধরুন কোথাও পালিয়ে গেলেন, তা হোক-না কোনো নির্জন দ্বীপ, রবিনশন ক্রুশোর মতো যে দ্বীপে শুধু আপনিই একা। কিন্তু সেই নিঃসঙ্গ দ্বীপে কতোদিন আর থাকতে পারবেন? কেউ কি আপনাকে খুঁজে নেবে না কিংবা কাউকে কাছে পেতে, কারো উষ্ণ স্পর্শের লোভে আপনি নিজেও কি একটা সময় কাঙাল হয়ে উঠবেন না?
: আমার বেলায় হওয়ার কথা না। কারণ আমি একা, ভীষণরকম একা এক মানুষ।
: একা কে নয়? একাকীত্বে আমরা সকলেই একা__আপনি, আমি; আমরা সকলেই।
: সবার কথা বলতে পারি না, নিজের কথা বলছি। আমার কাছে আমার এই পালিয়ে যেতে চাওয়া বা আপনার ভাষায় লুকিয়ে যেতে চাওয়ার ইচ্ছেটাতে মেকী কিছুই নেই।
: কী জানি আপনি ঠিক বলছেন কিনা! নিজের প্রতি কতোটা বিশ্বাস থেকে এমন উচ্চারণ! কেননা মানুষের মতো স্ববিরোধী প্রানী সম্ভবত পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। সে নিজেকে কখনো স্থবির মনে করে তো, কখনো আবার আস্থাবর।
: তবে কি মৃত্যুই একমাত্র সমাধান পালানোর বা লুকানোর?
: কখনোই না। পালাতে বা লুকাতেও নেই কখনো। জীবনটা যাপনের জন্যই। পারিজাত নামের এক প্রকার ফুল নাকি সন্ধ্যের পর থেকেই পাপড়ি মেলতে থাকে। শেষরাতে নাকি পাপড়িগুলো আবার সেই ফুলকে গুটিয়ে নেয়। কে দেখলো বা দেখলো না, কে জানলো বা জানলো না__তাতে কোনো কিছু যায়-আসে না তার।
: এই ফুলের প্রসঙ্গইবা কেন?
: কে আপনাকে ভালোবাসলো কী বাসলো না, অহেতুক সেই পরিসংখ্যানে না গিয়ে, আপনি কাকে কতোটা ভালোবাসলেন__সেটাই হলো আসল কথা। ভালোবেসে যে মরতে জানে, বেঁচে থাকতে সেই শুধু জানে, বন্ধু।
#ইনবক্স_কথন


Comments
Post a Comment