স্বপ্ন দেখি

শহিদুল ইসলাম আকাশ

একদিনের ঘটনা। বছর দুই আগে। ঢাকায় যাচ্ছিলাম। দামপাড়ায় বাস-স্টেশনে গাড়ির জন্য অপেক্ষা করছি। বিশ্রামগারে আমার পাশে বসে এক যুবক মোবাইল টিপছে। তার হাতের মোবাইলের দিকে তাকাতে গিয়ে চোখে পড়লো, সে ফেসবুকের নিউজফিড দেখছে। কিন্তু গাড়ি আসতে যখন আর মাত্র মিনিট দশেক বাকি, হঠাৎ সেই যুবক বসা থেকে উঠে দাঁড়ালো। তার টিকিট আমার হাতে দিয়ে বললো, কেউ চাইলে যেন এই টিকিট দিয়ে দিই। সে আজ ঢাকায় যাবে না। আমি কারণ জানতে চাইলাম। যুবক জানালো, ফেসবুকে কে যেন স্ট্যাটাস দিয়েছে, চট্টগ্রাম মেডিকেলে কোনো এক রোগীর জন্য খুব জরুরি ও-পজেটিভ রক্তের প্রয়োজন, তার রক্তের গ্রুপও একই। সে রক্ত দিতে যাবে। ঢাকায় তার আজ না-গেলেও সমস্যা হবে না, পরের দিন গেলেও চলবে। তার আগে কোনো একজন অসুস্থ মানুষকে তার শরীর থেকে সামান্য কিছু রক্ত দিয়ে যদি সুস্থ করে তুলা যায়!

সে তার টিকিটটা আমার হাতে দিয়ে বিশ্রামাগার থেকে বেরিয়ে গেলো দ্রুত। যাওয়ার আগে ফেসবুকের সেই স্ট্যাটাস দেখালো আমাকে। সেখানে রক্ত চেয়ে দেওয়া সেই স্ট্যাটাসে একটা বিকাশ নাম্বারও দেওয়া আছে, রোগীকে কেউ যদি আর্থিক সহযোগিতা করতে চায়, করার আহবান।

তার দেওয়া টিকিটটা আমি এক যাত্রীকে দিয়েছিলাম সেদিন, সাথে রোগীর বিকাশ নাম্বারটাও। যাকে টিকিটটা দিয়েছি, তিনি টিকিটের টাকাটা সেই নাম্বারে বিকাশ করেছেন কিনা জানি না। মন বলে, হয়তো করেছেন।

মনে পড়ে, পুরো যাত্রায় সেদিন আমি সেই যুবকের কথাই ভেবেছি। জানা নেই শোনা নেই, তবু একজন অসহায়, অসুস্থ মানুষের জন্য অন্য একজন মানুষের কী ভীষণ উদ্বেগ, ত্যাগ! ভাবা যায়!

তার সাথে আর কখনো দেখা হয়নি। এই জন্মে হয়তো আর দেখা হবেও না। তবু এখনো তার চেহারাটা খুব করে গেঁথে আছে মনে। মাঝেমাঝে এমনই কোনো অবকাশের মুহূর্তে সেই যুবকের সাথে সামান্য সময়ের স্মৃতিটুকু যখন ভেসে উঠে, তখন বড় ভালো লাগে, বুকটা ভরে যায়।

আমাদের চারপাশে এই যে এতো হতাশা, বিমুখতা, নৈতিক স্খলন__এর মধ্যেও এই যুবকের মতো একটি প্রজন্ম বেড়ে উঠছে মানুষের জন্য ভালোবাসা বুকে নিয়ে, তাদের দু'চোখ জুড়ে সুন্দর এক আগামীর স্বপ্ন। এ যে কতোখানি প্রাপ্তি, কী করে বোঝাই!

স্বপ্ন দেখি, এইসব যুবকেরা একদিন ঠিকই বুঝিয়ে দেবে যে, মানুষ শুধু নিজেরটা করার জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য এই পৃথিবীতে আসে না, তা উচিতও নয়। জন্মেরও দায় থাকে, সে দায় আর কিছুই নয়, অন্য কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর।   

Comments