এক্সপায়ার ডেট
শহিদুল ইসলাম আকাশ
বাজারের পণ্যগুলোর গায়ে প্রোডাক্ট ডেট যেমন থাকে, থাকে এক্সপায়ার ডেটও। পণ্য কেনার সময় ডেটটা দেখা হয় না প্রায়ই আমার। এর জন্য ঠকতেও হয়েছে অনেকবার। তবু সাবধানী হতে পারিনি। আমার স্ত্রী প্রায়ই এর জন্য আক্ষেপ করে বসে, বলে, 'এমন বেখেয়ালি হলে হয়, বলো?'
এক্সপায়ার ডেট চলে যাওয়া পণ্য ব্যবহার করার কোনো অর্থ নেই। তবু পণ্য কেনার সময় নিজের উদাসীনতা ঢাকতে মাঝেমাঝে স্ত্রীর উদ্দেশে দার্শনিক গোছের কথাবার্তা বলতে শুরু করি। সে হাসে, প্রশ্রয়ের হাসি।
আজকেও এমন এক বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হলো। ভ্যাসলিন ক্রিম কিনেছি, কিন্তু ডেট দেখা হয়নি। আমার স্ত্রী হাতে নিয়ে দেখিয়ে দিলো, দেখি, এক্সপায়ার ডেট চলে গেছে দু'দিন আগেই। যথারীতি আজকেও নিজের অসাবধানতা ঢাকার ফন্দি খুঁজতে গিয়ে দার্শনিকের পার্ট নিতে হলো আমাকে। বললাম, 'জন্মের সময় আমাদের কারো কপালে তো আর এ জীবনের এক্সপায়ার ডেট লেখা থাকে না। থাকে কি? অথচ সব জীবনই একদিন এক্সপায়ারি হয়। সেই এক্সপায়ার ডেট আগে থেকে জেনে গেলে জীবনটা কি আর এতো লোভনীয় হতো?'
দুর্বল যুক্তি। কিন্তু নিজের এমন কথায় নিজেই কিছুটা চমৎকৃত হলাম। মন্দও তো বলিনি কিছু।
আসলেই তো, সব কিছুরই ডেট এক্সপায়ার হয় একদিন__জীবনের যেমন, উত্থানের-পতনেরও, এমনকি সুখ কী দুঃখেরও।
পণ্যের গায়ের মতো সেই সবের কোথাও এক্সপায়ার ডেটটাই লেখা থাকে না শুধু। কোত্থাও না।
বাজারের পণ্যগুলোর গায়ে প্রোডাক্ট ডেট যেমন থাকে, থাকে এক্সপায়ার ডেটও। পণ্য কেনার সময় ডেটটা দেখা হয় না প্রায়ই আমার। এর জন্য ঠকতেও হয়েছে অনেকবার। তবু সাবধানী হতে পারিনি। আমার স্ত্রী প্রায়ই এর জন্য আক্ষেপ করে বসে, বলে, 'এমন বেখেয়ালি হলে হয়, বলো?'
এক্সপায়ার ডেট চলে যাওয়া পণ্য ব্যবহার করার কোনো অর্থ নেই। তবু পণ্য কেনার সময় নিজের উদাসীনতা ঢাকতে মাঝেমাঝে স্ত্রীর উদ্দেশে দার্শনিক গোছের কথাবার্তা বলতে শুরু করি। সে হাসে, প্রশ্রয়ের হাসি।
আজকেও এমন এক বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হলো। ভ্যাসলিন ক্রিম কিনেছি, কিন্তু ডেট দেখা হয়নি। আমার স্ত্রী হাতে নিয়ে দেখিয়ে দিলো, দেখি, এক্সপায়ার ডেট চলে গেছে দু'দিন আগেই। যথারীতি আজকেও নিজের অসাবধানতা ঢাকার ফন্দি খুঁজতে গিয়ে দার্শনিকের পার্ট নিতে হলো আমাকে। বললাম, 'জন্মের সময় আমাদের কারো কপালে তো আর এ জীবনের এক্সপায়ার ডেট লেখা থাকে না। থাকে কি? অথচ সব জীবনই একদিন এক্সপায়ারি হয়। সেই এক্সপায়ার ডেট আগে থেকে জেনে গেলে জীবনটা কি আর এতো লোভনীয় হতো?'
দুর্বল যুক্তি। কিন্তু নিজের এমন কথায় নিজেই কিছুটা চমৎকৃত হলাম। মন্দও তো বলিনি কিছু।
আসলেই তো, সব কিছুরই ডেট এক্সপায়ার হয় একদিন__জীবনের যেমন, উত্থানের-পতনেরও, এমনকি সুখ কী দুঃখেরও।
পণ্যের গায়ের মতো সেই সবের কোথাও এক্সপায়ার ডেটটাই লেখা থাকে না শুধু। কোত্থাও না।

Comments
Post a Comment