ইনবক্স কথন #১
শহিদুল ইসলাম আকাশ
তিনি: মাঝেমাঝে আমার খুব পাখি হতে ইচ্ছে করে।
আমি: খাঁচার পোষা পাখি নাকি বনের মুক্ত পাখি?
তিনি: সংসার নামের এই খাঁচায় দিবারাত্রি ডানা ঝাপটে তো বেঁচেবর্তে আছিই, 'পোষ' মেনেই। খাঁচার জীবন আর কতো? মুক্ত পাখিই হতে চাই, যে পাখি সমস্ত আকাশটাকে তার নিজের করে উড়বে।
আমি: খাঁচার পাখি ঝড় উঠলে ভয় পায়, বনের পাখিকে মোকাবেলা করতে হয়। বনের যে পাখি, ঝড়ের আঘাতে যার ডানা ভেঙে গেছে, ভাঙা ডানা নিয়েও তাকে উড়তেই হয়।
তিনি: জানি। তবু আমার বনের পাখিই হতে ইচ্ছে করে। কখনোসখনো আমার এক চিলতে উঠোনটাকেই মনে মনে আকাশ ভেবে উড়ি; মনে মনেই।
আমি: প্রকৃতি মানুষের পিঠে ভীষণ ভারী এক পাথর বেঁধে রাখে, অদৃশ্য সে পাথর সরাবার ক্ষমতা মানুষকে দেওয়া হয়নি। ইচ্ছে থাকলেও তাই মানুষ মুক্ত পাখি হয়ে উড়তে পারে না, কখনোই। তাই তো মানুষের যেটুকু উড়াউড়ি, তা এই মনে মনেই।
তিনি: পাখির সাথে মানুষের কী কোথাও কোনো মিল আছে?
আমি: আছে। একটা পাখি যখন উড়ে, কী এক উচ্ছ্বাসে উড়ে যায় তীরবেগে, যেন এখনই না গেলে নয়, ভীষন প্রয়োজন বুঝি তার এই মুহূর্তে কাউকে; কিংবা কারো তাকে__যে তার অপেক্ষায় প্রহর গুনছে। মানুষের এই অবিরাম ছুটে যাওয়া, এও তো পাখিরই মতো। পার্থক্য শুধু এই যে, পাখি উড়ে আর মানুষ দৌড়ে।
তিনি: জানেন, আকাশের দিকে তাকিয়ে যখন পাখিদের উড়াউড়ি দেখি, উড়তে উড়তে হঠাৎ যখন দূরে কোথাও মিলিয়ে যায়, তখন ভীষণ মন খারাপ হয়ে যায়। খুব জানতে ইচ্ছে হয়, কোথায় যায় তারা?
আমি: এখানেও হয়তো মানুষের সাথে পাখিদের মিল__তাদের গন্তব্যের শেষে কী আছে, শেষতক তারা কোথায় গিয়ে পৌঁছোয়__তা হয়তো তাদের নিজেদেরও অজানা; আমি বা আপনি__আমাদেরই মতো।


Comments
Post a Comment