ধর্ষক অথবা রেপিস্ট

শহিদুল ইসলাম আকাশ


বছরখানেক আগে বিয়ে করেছে জাহিদ। প্রেমের বিয়ে। তার সাথে দেখা হতেই, তার সংসার কেমন চলছে জানতে চাইলাম। জাহিদ বললো, 'ভালো।' ঠাট্টা করলাম, 'কোনো সুখবর কি আছে?'

জাহিদ বললো, 'আছে।' বলতে গিয়ে তাকে কিছুটা বিষণ্ণ মনে হলো। বললাম, 'সুখবর আছে, তবু তোমাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন?'

জাহিদ বললো, 'দু'দিন পরেই ডেলিভারি। ডাক্তার বলছেন, সিজার করতে হবে।'

বললাম, 'সিজার করতে হবে এই জন্যই মন খারাপ? আরে সিজার তো আর বাইপাস সার্জারির মতো জটিল কোনো অপারেশন না।'

জাহিদের বিষণ্ণতা যেন আরো কয়েক গুণ বাড়লো, বললো, 'সিজার করতে হবে, মন খারাপ এই জন্য না...'

'তো...?' আমার প্রশ্ন।

জাহিদ বললো, 'ক'দিন আগে বউয়ের আলট্রাসনোগ্রাফি করিয়েছি, আমাদের মেয়ে হচ্ছে।'

এবার আমার বিস্ময়ের পালা। মেয়ে হচ্ছে বলে মন খারাপ? বলে কী!  আমরা কি এখনো আইয়ামে জাহেলিয়াতের যুগে বাস করছি! আজ থেকে হাজার বছর আগের আরব্য অন্ধকার কি আবার ফিরে এলো জগতে! যখন কন্যাশিশু জন্ম নিলেই মাটিতে জ্যান্ত পুতে ফেলা হতো!

বললাম, 'এ তুমি কী বলছো! মেয়ে হচ্ছে বলে...!'

জাহিদ চুপ করে গেলো। আমিও। একটা সময় নিরবতা ভাঙলো জাহিদই, বললো, 'এ দেশে মেয়ে মানেই তো একদলা মাংসপিণ্ড, কে কখন ওতপেতে থাকে, কখন ধর্ষন হয়--তার কি ঠিক আছে! আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই আমি উদ্বিগ্ন। দেখছেনই তো, বছর দু'য়ের নিষ্পাপ কন্যাশিশুও ধর্ষনের থেকে রেহাই পাচ্ছে না।'

জাহিদের উৎকণ্ঠা অমূলক নয়। তবু তাকে বলতে খুব ইচ্ছে হলো যে, ছেলেসন্তান হলে তাতেও খুশি হওয়ার কিছু নেই--বড় হয়ে সেই ছেলেই যে ধর্ষক বা রেপিস্ট হবে না, তারইবা নিশ্চয়তা কী!

Comments

Popular Posts