দীর্ঘশ্বাস

শহিদুল ইসলাম আকাশ 

একটা সিগারেট শেষ হওয়ার পরপরই তিনি আরেকটা সিগারেট ধরালেন। হাতে বেনসন এন্ড হেজেসের প্যাকেট, সাথে দিয়াশলাই। মফস্বলের স্টেশনগুলোর বেশিরভাগেই যাত্রীচাউনি থাকে না, এই স্টেশনেও নেই। স্টেশনে একটা দোকানের সামনে পেতে রাখা বেঞ্চে বসে একমনে সিগারেটে টান দিচ্ছেন তিনি।

আমি বাইক নিয়ে স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলাম। বাইক থামিয়ে সামান্য দূর থেকে দেখছিলাম তাঁকে। মানুষটা আমার পূর্বপরিচিত, ওসমান নাম তাঁর। বয়স পঞ্চাশের কিছু বেশিমতো হবে। 

আমি এবার একপাশে বাইক স্ট্যান্ড করে ওসমান সাহেবের পাশে গিয়ে বসলাম। বসে কিছু না বলে তাঁর দিকে তাকিয়ে রইলাম। ওসমান সাহেবও আমার দিকে তাকালেন, বললেন, 'কেমন আছেন?' বললাম, 'ভালো আছি।' তারপর বললাম, 'চেইন স্মোকার বলে একটা কথা আছে, আপনি যেন 'চেইনে'রও 'চেইন'।

ওসমান সাহেব স্মিত হেসে বললেন, 'জানেন তো, সব মন্দের কিছু না কিছু ভালো দিকও থাকে। সিগারেটের বেলায়ও আছে।' শুনে বললাম, 'সিগারেটের ভালো দিকটা কী?' ওসমান সাহেব সিগারেটে টান দিয়ে মুখে ও নাকে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, 'সিগারেটের ধোঁয়ার সাথে ভেতরের কিছু দীর্ঘশ্বাসও অনায়াসে ছেড়ে দেওয়া যায়।' ওসমান সাহেবের এমন কথায় চমৎকৃত হতে হলো।

প্রত্যেক মানুষকেই তার এক জীবনে অসংখ্যবার হৃদয়ভাঙার মধ্যে দিয়ে যেতে হয়। হৃদয়ের একান্ত কুঠুরিতে লুকিয়ে রাখতে হয় অসংখ্য অসংখ্য গোপন দীর্ঘশ্বাস। ওসমান সাহেবের সাথে আমার বয়সের পার্থক্য অনেক, তবু সেই মুহূর্তে আমার খুব ইচ্ছে হলো, তাঁর হাতের সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট চেয়ে নিই আমি। তারপর সেই সিগারেট জ্বেলে ধোঁয়া ছাড়তে ছাড়তে আমার ভেতরের কিছু দীর্ঘশ্বাস ছেড়ে দিই, আমিও।   

Comments

Popular Posts