গন্তব্য

শহিদুল ইসলাম আকাশ

একা বাইক নিয়ে ফিরছিলাম। পরিচিত দুই ভদ্রলোককে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে দেখলাম। দুই জনের গন্তব্য আলাদা হলেও, আমার যাবার পথেই জানি, আমি তাই আমার বাইকে উঠিয়ে নিলাম তাঁদের।

পৌনে মাইলখানেক পর একজনের এবং এর সামান্য কিছু দূরে অন্যজনের গন্তব্যে এসে নামিয়ে দিলাম। তারপর আবার আমি একা। 

শীত কমে গেছে। দু'দিন আগেও হাওয়া যতো শীতল ছিলো এখন আর ততোটা নেই। মিষ্টি হাওয়ায় এস্কেলেটরের গতি বাড়িয়ে বাড়িতে পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যেই। 

বাইক থেকে নামতে গিয়ে হঠাৎ মনে হলো, মানুষের জীবনটাও কি এক ধরণের যাত্রা নয়? এখানেও পথে পথে কতো কতো মানুষকে রেখে যেতে হয়--ইচ্ছায় কি অনিচ্ছায়! গাড়ির যাত্রায় গন্তব্য একাধিক থাকে, পার্থক্য শুধু, জীবনের যাত্রায় গন্তব্য একটাই--মৃত্যু।

যে কোনো মুহূর্তে সেই গন্তব্য সামনে এসে পড়বে এবং তৎক্ষণাৎ এই জীবন থেকে নেমে যেতে হবে। যে কোনো মুহূর্তেই!  

Comments

Popular Posts