চাপাবাজ

শহিদুল ইসলাম আকাশ

এক শ্রেণির মানুষ আছে, যারা কথায় কথায় 'আমি' 'আমি' আর 'আমার' 'আমার' করে নিজেকে জাহির করার চেষ্টা করে।

এমনই একজনের সাথে কথা হচ্ছিলো। তার এক আত্মীয়ের ছেলে চাকরির আবেদন করেছে, সব কিছুতে উত্তীর্ণ হওয়ার পরও যার চাকরি হচ্ছে না। তিনি বললেন, 'এসব শুনে গেলাম এমপির কাছে, এমপিকে এমপি বানাতে আমার অনেক কষ্ট করতে হয়েছে, সেই কথা তাকে মনে করিয়ে দিলাম। এমপি তো শুনে অবাক, বললেন, 'তোমার আত্মীয়ের ছেলে বলো কী! আগে বললে না কেন!' আমি বললাম, বলতে হবে কেন আপনি একটু খোঁজখবর নেবেন না! এমপি সাথে সাথে কাকে যেন ফোন করলেন।'

আমি বললাম, 'শেষ পর্যন্ত ছেলেটার চাকরি কি হয়েছে?'

তিনি হাসতে হাসতে বললেন, 'সে এক বিরাট কাহিনী।'

বিরাট কাহিনী শোনার মতো ইচ্ছে এবং সময় কোনোটাই আমার নেই। তাই এড়িয়ে গেলাম। দ্রুত পালিয়ে এলামই বলা যায়। 

তার সেই আত্মীয়ের ছেলের যে চাকরি হয়নি, সেই বিষয়ে আমি জানতে পেরেছি পরে। এমপি সাহেবের সাথে দেখা করা এবং কথা বলাটাও যে তাঁর মনগড়া, তাও জেনেছি।

ক'দিন আগে তার সাথে আবার দেখা। এবার ভিন্নপ্রসঙ্গ, বললেন, 'আপনি তো জনপ্রতিনিধি। নানান ঝামেলার মধ্য দিয়ে আপনাদের যেতে হয়। কখনো কোনো কাজে দরকার পড়লে আমাকে জানাবেন। ইউএনও এবং ডিসি সাহেবের সাথে আমার সম্পর্ক ভালো। ডিসি সাহেব আমাকে দেখলে না-পারে তো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। স্থানীয় সরকার মন্ত্রণালয়েও আমার জানাশোনা ভালো।'

আমি বিরক্তি চেপে আগ্রহের ভান করলাম, বললাম, 'ওমা তাই নাকি? আচ্ছা বলবো তাহলে আপনাকে।'

মনে মনে বললাম, 'শালা চাপাবাজ। পৃথিবীর সমস্ত কিছু কি তোকে কেন্দ্র করেই ঘোরে!'

Comments

Popular Posts