ফায়ারিং স্কোয়াড
শহিদুল ইসলাম আকাশ
১৭০ বছর আগের ঘটনা। স্থান: সেমোনভ স্কয়ার, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া।
সেদিন সেখানে অনেকগুলো মানুষকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করানো হয়। তাঁদের মধ্যে লেখক থেকে ছিলেন শিক্ষক, ছাত্র এবং সামরিক কর্মকর্তাও।
ফায়ারিং স্কোয়াডে এরমধ্যে একে একে তিনজনকে হত্যা করা হলো, চতুর্থজনকে হত্যার জন্য যখন বন্দুক তাক করলো সৈনিকরা, তখন একটি শব্দ ভেসে এলো, 'স্টপ'।
সৈন্যরা বন্দুক নামিয়ে নিলো তৎক্ষণাৎ। একজন বার্তাবাহক এগিয়ে এসে সম্রাট জার নিকোলাসের একটি বার্তা বাড়িয়ে দিলেন। সেই বার্তায় মৃত্যুদণ্ড রহিত করার আদেশ দিয়েছেন সম্রাট।
নিশ্চিত মৃত্যু থেকে অলৌকিকভাবে বেঁচে যান ফায়ারিং স্কোয়াডে দাঁড়িয়ে-থাকা বাকি মানুষগুলো। সেই সৌভাগ্যবানরা আনন্দে কেঁদে ফেললেন।
মাঝেমাঝে ভাবি, মানুষের জীবনটাই একটা ফায়ারিং স্কোয়াড যেন, এই মৃত্যু-খুঁটিতে বাঁধা প্রত্যেকেও প্রতিটি মুহূর্তে প্রাণসংশয়ের শংকায় কাতর--কখন গুলি এসে লাগে বুকে! অদৃশ্য সেই ফায়ারিং স্কোয়াডের সৈন্যরাও এক সম্রাটের আদেশনির্দেশ পালনে বন্দুকের নল উঁচিয়ে ধরে আছে, যেন যে কোনো মুহূর্তেই শব্দ উঠবে, 'ফায়ার'!
শুধু জীবনের এই ফায়ারিং স্কোয়াডের সম্রাট বড়ই নিষ্ঠুর ও নির্দয়, তাঁর হয়ে কোনো বার্তাবাহক বার্তা হাতে এগিয়ে এসে বলে না, 'স্টপ'!
১৭০ বছর আগের ঘটনা। স্থান: সেমোনভ স্কয়ার, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া।
সেদিন সেখানে অনেকগুলো মানুষকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করানো হয়। তাঁদের মধ্যে লেখক থেকে ছিলেন শিক্ষক, ছাত্র এবং সামরিক কর্মকর্তাও।
ফায়ারিং স্কোয়াডে এরমধ্যে একে একে তিনজনকে হত্যা করা হলো, চতুর্থজনকে হত্যার জন্য যখন বন্দুক তাক করলো সৈনিকরা, তখন একটি শব্দ ভেসে এলো, 'স্টপ'।
সৈন্যরা বন্দুক নামিয়ে নিলো তৎক্ষণাৎ। একজন বার্তাবাহক এগিয়ে এসে সম্রাট জার নিকোলাসের একটি বার্তা বাড়িয়ে দিলেন। সেই বার্তায় মৃত্যুদণ্ড রহিত করার আদেশ দিয়েছেন সম্রাট।
নিশ্চিত মৃত্যু থেকে অলৌকিকভাবে বেঁচে যান ফায়ারিং স্কোয়াডে দাঁড়িয়ে-থাকা বাকি মানুষগুলো। সেই সৌভাগ্যবানরা আনন্দে কেঁদে ফেললেন।
মাঝেমাঝে ভাবি, মানুষের জীবনটাই একটা ফায়ারিং স্কোয়াড যেন, এই মৃত্যু-খুঁটিতে বাঁধা প্রত্যেকেও প্রতিটি মুহূর্তে প্রাণসংশয়ের শংকায় কাতর--কখন গুলি এসে লাগে বুকে! অদৃশ্য সেই ফায়ারিং স্কোয়াডের সৈন্যরাও এক সম্রাটের আদেশনির্দেশ পালনে বন্দুকের নল উঁচিয়ে ধরে আছে, যেন যে কোনো মুহূর্তেই শব্দ উঠবে, 'ফায়ার'!
শুধু জীবনের এই ফায়ারিং স্কোয়াডের সম্রাট বড়ই নিষ্ঠুর ও নির্দয়, তাঁর হয়ে কোনো বার্তাবাহক বার্তা হাতে এগিয়ে এসে বলে না, 'স্টপ'!

Comments
Post a Comment