অর্থ-অনর্থ

শহিদুল ইসলাম আকাশ  

ভালো ছেলে মানে মনোযোগী ছাত্র, লেখাপড়া শেষে ভালো প্রফেশন, নিজের জমি, সেই জমিতে সুদৃশ্য বসতঘর। তারা নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে। তারা মনে করে, তারা যা ভাবে তাই সঠিক, আশেপাশের জগতটা সত্যি নয়।

খারাপ ছেলে মানে অমনোযোগী ছাত্র, কোনো মতে পাস করলো তো করলো, না করলেও তেমন কোনো ক্ষতি নেই। বৈষয়িক কোনো কিছুর প্রতি তেমন কোনো আগ্রহ নেই। চারপাশের মানুষের জীবনযাপন গভীর পর্যবেক্ষণ করাই তারা জীবনের মূল উদ্দেশ্য মনে করে।

তথাকথিত ভালো ছেলেরা নয়, এই খারাপ ছেলেরাই, যে কোনো সংকটে যে কোনো দুঃসময়ে কঠিন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। কোথাও আগুন লাগলে তারা আগুন নিভানোর বিভিন্ন সরঞ্জাম নিয়ে ছুটে যায়, কোনো অসহায় রোগীর রক্তের প্রয়োজন হলে রক্ত জোগাড় করার সেই মহতী দায়িত্ব তারা নিষ্ঠার সাথে পালন করে, কোনো গরীব অসহায় মানুষকে সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ে।

আমার এক নিকটাত্মীয়ের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে। পাত্র কেমন হবে, ভালো নাকি খারাপ, তা দেখার গুরু দায়িত্ব বর্তালো আমার উপর।আমি পাত্র দেখতে পাত্রের কর্মস্থলে গেলাম।

তিনি আতিথেয়তার শেষ রাখলেন না, আমাকে মুগ্ধ করতে ব্যতিব্যস্ত হয়ে গেলেন। বললেন, চট্টগ্রাম শহরের আগ্রাবাদ, চাঁন্দগাওয়ে বাড়ি আছে তাঁর; খুলশিতে একটি বাড়ি নির্মাণাধীন। গাড়িও আছে দুটি। তাঁর জোরাজোরিতে তাঁর কর্মস্থলের পাশে নতুন কেনা অভিজাত ফ্ল্যাটবাড়িটি দেখতে যেতেই হলো। আমি বললাম, আমি আপনার এসব দেখতে বা জানতে আসিনি, আমি এসেছি আপনি মানুষটা কেমন তা বুঝতে।

দুপুরে খাবারদাবারেও বিশাল আয়োজন করে ফেললেন তিনি। যখন খেতে বসলাম, তখন তিনি শব্দ করে ডাকতে লাগলেন, 'এই ড্রাইভার, চাকরটা কোথায় দেখো তো। সারাদিন থাকে কোথায় সে?' 'চাকর'টা আসার পর তাঁর রক্তচক্ষু দেখে আমি অবাকই হয়েছি। আমাকে বললেন, কিছু মনে করবেন না। এইসব চাকরবাকরদের সাথে কখনো ভালো ব্যবহার করতে নেই। করলেই তারা মাথায় উঠে বসে।

খাওয়া শেষে বাসা থেকে বের হওয়ার সময় ড্রাইভারকে বেশ ধমক দিয়ে বললেন, 'গাড়ি বের করতে এতো সময় লাগে! যত্তোসব!'

গাড়িতে করে তিনি তাঁর কর্মস্থলে পুনরায় ফিরবেন। পথে আমাকে নামিয়ে দেবেন বললেন। 

গাড়িতে উঠে বসার পর তাঁকে বললাম, ড্রাইভার আর চাকরের কি নাম নেই? তাঁদের নাম ধরে ডাকলে কী এমন ক্ষতি হয়? 

আমার এমন প্রশ্নের জন্য তিনি প্রস্তুত ছিলেন না মোটেই। তিনি ইতস্তত করতে লাগলেন। আমার গন্তব্যের আগেই আমি গাড়ি থেকে নেমে গেলাম। সৌজন্য রক্ষার্থে বললাম, এখানে আমার সামান্য কাজ আছে, নামতে হবে।

পাত্র সম্পর্কে জানতে আমার সেই নিকটাত্মীয় ফোন করলেন। জানতে চাইলেন, 'পাত্র সম্পর্কে যা শুনেছি, পাত্রের বাড়ি-গাড়ি সব কি ঠিক আছে?'

বললাম, বাড়ি-গাড়িই যদি পাত্র নির্বাচনের প্রধান বিষয় হয়, সেই অর্থে পাত্র যথাযথ। এখন আপনাদের বিবেচনা।

বলতে চেয়েও কেন জানি বলতে পারিনি যে, অর্থ অবশ্যই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অর্থহীনের কাছে। কিন্তু যে অর্থ ঘরের কাজের মানুষটি, ড্রাইভারের সাথে ভালো ব্যবহারের শিক্ষাটুকুও দিতে পারে না__সেই অর্থ অনর্থই নয় কি?

Comments

Popular Posts