প্রমাণিত সত্য
শহিদুল ইসলাম আকাশ
এমন ঘটনা এর আগে বাস্তবে যে ঘটেনি, তা নয়, ঘটেছে। এই প্রথম কাছ-থেকে দেখা বলে, কেন জানি আমার নিজেরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো। জীবনটা তো সামান্য কিছু সময় উপভোগ করার মতো সিনেমা বা নাটক নয়, জীবন অনেক বড় ব্যাপার।
দুই দিন পরেই হাবিবার বাবাকে আমি আবার আসতে বললাম। হাবিবার নাম্বার নিয়ে, হাবিবাকেও ফোন করে আসার অনুরোধ করলাম। হাবিবা প্রথমে আসতে আপত্তি জানালেও, পরে আসবে বলে কথা দেয়।
হাবিবা তার দেওয়া কথা রাখে। তাকে দেখে অবাক হতে হলো--কী যে আশ্চর্যরকম সুন্দর একটা মেয়ে! এই ধরনের রূপসী মেয়ে কেবল রূপকথাতেই থাকে। এই মেয়েই কিনা তার বাবার বয়সী একজনকে বিয়ে করলো! কীসের টানে! অর্থবিত্তের মোহে কখনো নয়, কারণ হাবিবার বাবারও অর্থ ও সামাজিক অবস্থান বলার মতো। তাহলে!
হাবিবার সাথে তার স্বামী আসেনি। একাই এসেছে সে। হাবিবার পাশেই তার বাবা বসে আছেন। একটু পরপর তিনি মেয়ের হাত ধরে অনুনয় বিনয় করেই যাচ্ছেন, স্বামীকে তালাক দিয়ে সে যেন তার নিজের ঘরে ফিরে যায়। কিন্তু হাবিবা অনড়, কিছুতেই সে ফিরে যাবে না।
আমি হাবিবার বাবাকে থামালাম। বললাম, হাবিবার সাথে আমি একটু কথা বলতে চাই। হাবিবা আমার দিকে তাকালো। আমি ফৌজদারি আদালতের উকিলের মতো হাবিবাকে জেরা করতে শুরু করলাম। সেও জবাব দিতে লাগলো।
: তুমি কি স্বেচ্ছায় এই বিয়ে করেছো?
: জি।
: তোমার উপর কোনো ধরনের চাপ ছিলো?
: না।
: তার সাথে তোমার সম্পর্ক কতোদিনের?
: তা প্রায় চার বছরেরও বেশি।
: চার বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক থাকার পরও, তুমি কি বুঝোনি যে, তাকে বিয়ে করা মানে কেমন অপরিণামদর্শিতা?
: দেখুন, আমি ম্যাচিওর্ড। আমার ভালোমন্দ বুঝার ক্ষমতা আমার আছে। যা করেছি, আমি ভেবেচিন্তেই করেছি।
: কেন এমন একজনকে বিয়ে করতে হলো, যাঁর স্ত্রী ও সন্তান আছে?
: কারণ, তাঁকে আমার ভালো লাগে, তাঁকে আমি ভালোবাসি।
: আমাদের জীবনটা ছোট কিন্তু তুচ্ছ নয়। জীবনটাকে তুচ্ছতাচ্ছিল্য করার মতো নির্বুদ্ধিতা আর কী আছে?
: এতোসব বুঝি না। শুধু বুঝি, ভালোবাসা থাকলেই হয়। সেই ভালোবাসা তাঁর জন্য আমার আছে এবং আমি জানি আমার জন্যও তাঁর। এই জানাটাই আসল। আর বাকি সবকিছুই মেকী।
এরপর আর কী বলবো, ভেবে পাচ্ছিলাম না। চুপচাপ হয়ে বসে রইলাম। মনে মনে বললাম, ভালোবাসা কখন প্রথম মানুষের মনে এসে আসন গেঁড়েছে--যে কখনোই কোনো যুক্তি মানেনি, বিচার বিবেচনা তো নয়ই!
বলা হয়, প্রেম বা ভালোবাসা অন্ধ। যুগে যুগে তা-ই প্রমাণিত হয়ে এসেছে। কিন্তু তাই বলে এতোটাই!

Comments
Post a Comment